শিরোনাম
বিশ্বে ঢাবি ৮০১তম, এশিয়ায় ১২৭তম
প্রকাশ : ২১ জুন ২০১৯, ১৭:১৯
বিশ্বে ঢাবি ৮০১তম,  এশিয়ায় ১২৭তম
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং-এ ৮০১তম এবং এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২৭তম স্থান অর্জন করেছে।


সম্প্রতি শিক্ষাবিষয়ক যুক্তরাজ্যের প্রতিষ্ঠান কুয়াকুয়ারেলি সাইমন্ডস (কিউএস)-এর জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে।


শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার গুণগত মান ও ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং-এ এর অবস্থান বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বদা সচেতন রয়েছে। শিক্ষার গুণগত মান ও র‍্যাঙ্কিং উন্নয়নে প্রয়াস অব্যাহত আছে।


উল্লেখ্য, এর আগে যুক্তরাজ্যভিত্তিক আরেকটি প্রতিষ্ঠান ‘টাইমস হায়ার এডুকেশনের’ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর উপর সম্প্রতি একটি জরিপ প্রকাশিত হয়। এ জরিপে এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান না থাকার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।


বিবার্তা/রাসেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com