শিরোনাম
বিএসএমএমইউর চিকিৎসক নিয়োগ পরীক্ষা স্থগিত
প্রকাশ : ১১ জুন ২০১৯, ১৫:১৭
বিএসএমএমইউর চিকিৎসক নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি: স্টার মেইল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আন্দোলনের মুখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগের মৌখিক পরিক্ষা স্থগিত করা হয়েছে।


মঙ্গলবার নিজ দফতরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি কনক কান্তি বড়ুয়া।


তিনি বলেন, এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে, বিতর্ক সৃষ্টি হয়েছে। এজন্য আপাতত আমরা নিয়োগ কার্যক্রম স্থগিত করেছি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।


ভিসি এ কথা জানালেও নিয়োগ প্রক্রিয়া বাতিলের লিখিত ঘোষণার দাবি জানিয়ে প্রশাসনিক ভবনের নিচে বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।


এ সময় ডা. মেহেদী বলেন, আমরা নিয়োগ প্রক্রিয়া স্থগিত নয়, বাতিল চাই। এই প্রক্রিয়া বাতিলের লিখিত ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চলবে।


এক পর্যায়ে আন্দোলনকারীরা ভিসির রুমে তাকে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখেন। এ সময় কক্ষের ভেতরে ভাঙচুরও চালানো হয়।



আন্দোলনকারীরা ভিসির কাছে তিনটি দাবি জানান। এগুলো হলো- আন্দোলনরতদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহার ও সব নিয়োগ পরীক্ষা বাতিল।


আন্দোলনের মুখে দুপুর সাড়ে ১২টার দিকে ভিসি কনক কান্তি সবার সামনে চলমান নিয়োগ প্রক্রিয়া স্থগিতের ঘোষণা দেন।


নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম-দুর্নীতির অভিযোগ মেনে নিচ্ছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, না, কোনো অনিয়ম-দুর্নীতি হয়নি। শুধুমাত্র বিতর্ক সৃষ্টি হয়েছে বলেই আপাতত এই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছি।


২০ মার্চ অনুষ্ঠিত বিএসএমএমইউতে ২০০ চিকিৎসক নিয়োগ পরীক্ষার লিখিত ফল মে মাসের দ্বিতীয় সপ্তাহে প্রকাশিত হয়। ফল ঘোষণার পর পরই সুযোগবঞ্চিত চাকরিপ্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন। যা আজ অবধি চলমান ছিল। অবশেষে আন্দোলনের মুখে আজ সেই নিয়োগ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হলো।


বিবার্তা/রাসেল/জাকিয়া


>>বিএসএমএমইউতে মৌখিক পরীক্ষা শুরু

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com