শিরোনাম
ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল বিএসএমএমইউ
প্রকাশ : ১৩ মে ২০১৯, ১৯:২১
ভিসির পদত্যাগের দাবিতে উত্তাল বিএসএমএমইউ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২০০ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার ফলাফল বাতিলসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা।


সোমবার দ্বিতীয় দিনের মতো তারা ভিসি কার্যালয় ঘেরাও করেছেন। এসময় তাদের পরীক্ষা বাতিল ও ভিসির পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।


আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, ভর্তি পরীক্ষার ফলাফলে নজিরবিহীন অনিয়ম হয়েছে। ভিসি ও পরীক্ষা নিয়ন্ত্রকসহ তাদের স্বজনদের নিয়োগ দিতে পরীক্ষার ফলাফলে টেম্পারিং করা হয়েছে।


এদিকে উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাস ও ভিসির কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ কর্মকর্তা ও বিএসএমএমইউ’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনকারীদের বোঝানোর চেষ্টা করছেন। তবে ভিসি কার্যালয়ে নেই বলে জানা গেছে।


উল্লেখ্য, ২০ মার্চ অনুষ্ঠিত ২০০ ডাক্তার নিয়োগ পরীক্ষার ফলাফল রবিবার প্রকাশিত হয়। আর এ ফলাফল প্রকাশের পর থেকে কারচুপির অভিযোগ এনে আন্দোলনে নেমেছেন পরীক্ষার্থীরা।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com