শিরোনাম
ডিএমপির উদ্যোগে জবিতে রক্তদান কর্মসূচি রবিবার
প্রকাশ : ০৪ মে ২০১৯, ১৬:১৯
ডিএমপির উদ্যোগে জবিতে রক্তদান কর্মসূচি রবিবার
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( ডিএমপি) উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হবে।


রবিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে পালিত হবে এই রক্তদান কর্মসূচিটি।


মানবিক কাজে অংশগ্রহণের জন্য স্বেচ্ছায় রক্তদানের এই কর্মসূচির আয়োজন করা হবে। এই কর্মসূচি থেকে সংগৃহীত রক্ত বিভিন্ন গুরুতর অসুস্থ ব্যক্তিদের জরুরি প্রয়োজনে জীবন রক্ষার্থে প্রদান করা হবে বলে ডিএমপি থেকে জানানো হয়েছে।


ডিএমপির কোতোয়ালি জোনের সহকারী কমিশনার সাইফুল আলম বলেন, আগামীকাল দিনব্যাপী ডি‌এম‌পি লালবাগ বিভাগের উদ্যোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হবে। বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের সামনে রক্তদান ক্যাম্প থাকবে। সম্পূর্ণ পরিচ্ছন্নভাবে রক্ত গ্রহণ করা হবে। স্বেচ্ছায় যারা রক্ত দিতে চান তাদেরকে আসার জন্য আমন্ত্রণ জানান কমিশনার।


তিনি বলেন, ডিএম‌পি এর পক্ষ থেকে রক্তদাতা‌দেরকে বিশেষ পুরস্কারের ব্যবস্থা করা হবে।


বিবার্তা/আদনান/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com