শিরোনাম
অতিরিক্ত গরমে স্ট্রোক করে জবি শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৯, ২২:৫৯
অতিরিক্ত গরমে স্ট্রোক করে জবি শিক্ষার্থীর মৃত্যু
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত কয়েকদিনের প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিজানুর রহমান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে হিট স্ট্রোকে মারা যান তিনি। মিজানুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।


জানা যায়, গত কয়েকদিন ধরে তিনি নানা ধরণের মানুষিক চিন্তায় ভুগছিলেন। এরমধ্যে দুইদিন ধরে তার মেসে পানি না থাকায় এবং সোমবার মাঝরাত পর্যন্ত জেগে থাকার কারণে ভোর ৫টার দিকে তিনি অসুস্থতা অনুভব করেন। এসময় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।


মিজানুর রহমানের রুমমেট জানান, গত কয়েকদিনের প্রচণ্ড গরমে মিজানের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল এবং নানা মানুষিক চিন্তায় করণে তার শারীরিক অবস্থা ভালো ছিল না।


গত কয়েকদিনে নিহত মিজান সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রচণ্ড গরমের বিষয়টি নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দেন। এর মাঝে তিনি এক পোস্টে বলেন, “মিজান তুই যা চাইবি তাই পাবি কিন্তু একটা জিনিস চাইতে হবে। তবে আমি আমার বাসায় পানি চাইতাম যা দিয়ে আমি গোছল করতে পারবো।”


বিবার্তা/আদনান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com