শিরোনাম
‘চ্যালেঞ্জার মামু’ ও ‘প্রিয় বাবা' অ্যাপস উদ্বোধন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৯:৩৫
‘চ্যালেঞ্জার মামু’ ও ‘প্রিয় বাবা' অ্যাপস উদ্বোধন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিশু-যৌন নির্যাতন প্রতিরোধে ‘চ্যালেঞ্জার মামু’ ও ‘প্রিয় বাবা' নামে মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ‘দি ক্যাম্পাস হিরো ক্যাফে’ শীর্ষক সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী মো.নাসিম এ অ্যাপস উদ্বোধন করেন।


‘প্রিয় বাবা’ অ্যাপসের মাধ্যমে অভিভাবকরা শিশু-যৌন নির্যাতন প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি হেল্প লাইনে সহায়তা চাইতে পারবেন। ‘দি ক্যাম্পাস হিরো ক্যাফে’ প্রকল্প বাস্তবায়নে সিএমএমএস ছাড়াও জাতিসংঘ যুবছাত্র সংস্থা ও প্রোমুন্ডো ইউএস সহায়তা করছে। আর্থিক পৃষ্ঠপোষকতা করছে এনডব্লিউ অট্রো ও শেয়ার নেট।


ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে সেন্টার ফর মেন অ্যান্ড ম্যাসকুলিনিটিজ স্টাডিজের (সিএমএমএস) সহায়তায় দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।


বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম ছাড়াও নাহিম রাজ্জাক এমপি, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, বিশ্ববিদ্যালয় উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাইখ ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।


সকালে অনুষ্ঠিত উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাইখ ইমতিয়াজের সভাপতিত্বে সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ইসরাত খান। সেমিনারের পূর্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে ‘নারী ও বালিকাদের বিরুদ্ধে সংহিসতা নির্মূলের’ আহ্বান জানিয়ে র্যা লি অনুষ্ঠিত হয়।


উল্লেখ্য, নারী নির্যাতনের মূল কারণ খুঁজে বের করা এবং তার প্রতিরোধে পুরুষদের সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ‘ক্যাম্পাস হিরো ক্যাফে’ ফলিত গবেষণা চলছে। এতে পাবনা, রংপুর ও কক্সবাজারের ৩০টি স্কুল ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্পৃক্ততার মাধ্যমে তাদের সঠিত তথ্য সরবরাহ করে যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।


বিবার্তা/লাভলু/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com