শিরোনাম
৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৯, ১৫:২১
৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চিকিৎসক নিয়োগের জন্য ৩৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।


বাংলাদেশ কর্ম কমিশনের(পিএসসি) মঙ্গলবার এক বিশেষ সভা শেষে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলে সহকারী সার্জন পদে ৪৫৪২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ২৫০ জনকে সুপারিশ করা হয়েছে।


পিএসসিরজনসংযোগ কর্মকর্তা ইসরাত শারমিন বলেন, বেলা আড়াইটার দিকে ৩৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করা হয়েছে। অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ফল প্রকাশ করা হয়। বিকেলের মধ্যে পিএসসির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হবে।


গত বছরের ৬ সেপ্টেম্বর ৩৯তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর গত ৭ মার্চ এই বিসিএসের মৌখিক পরীক্ষা নেয়ার কার্যক্রম শেষ হয়েছে।


৩৯ তম বিশেষ বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষায় সহকারী সার্জন পদে ১৩ হাজার ২১৯ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১৩ জন প্রার্থী পাস করেছিল। পাস করা প্রার্থীরা চূড়ান্ত নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা দিয়েছিল।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com