শিরোনাম
জবিতে দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৮:২৬
জবিতে দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা শুরু
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ইনডোর গেমস ক্রীড়া উপ কমিটির উদ্যোগে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতা-২০১৬’ উদ্বোধন করা হয়েছে। রবিবার একাডেমিক ভবনের নিচতলায় দ্বিতীয় ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।


এসময় ইনডোর গেমস ক্রীড়া উপ কমিটির আহ্বায়ক ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আশরাফ-উল-আলম, মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অশোক কুমার সাহা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী, গ্রন্থাগারিক মো. এনামুল হক, শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক গৌতম কুমার দাস উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, সপ্তাহব্যাপী (৪-৭ ডিসেম্বর) ইনডোর গেমস প্রতিযোগিতার মধ্যে রয়েছে একক ও দ্বৈতভাবে দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ৭টি ইভেন্টে বত্রিশটি বিভাগের ২৫০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।


বিবার্তা/আদনান/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com