শিরোনাম
বাকৃবিতে ‘হাসিমুখের’ খাবার বিতরণ
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৯, ১৪:১৮
বাকৃবিতে ‘হাসিমুখের’ খাবার বিতরণ
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রতিবন্ধীদের মাঝে প্রয়োজনীয় সামগ্রী ও খাবার বিতরণ করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’।


শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির মিনি কনফারেন্স রুমে এ সামগ্রী বিতরণ করা হয়।


ময়মনসিংহ সদরের প্রায় অর্ধশতাধিক প্রতিবন্ধীদের মাঝে এই সামগ্রী তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. আবুসালেহ মাহফুজুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. তানভীর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়েল সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক. ড. মো. মোক্তার হোসেন, ফসল উদ্ভিদ বিভাগের অধ্যাপক ড. এ এক এম জাকির হোসেন সহ সংগঠনটির সদস্যবৃন্দ।


হাসিমুখের সাধারণ সম্পাদক ইফতেখার নাইম বলেন, প্রতিবন্ধীদের মুখে হাসি ফোটাতেই আমাদের হাসিমুখ সংগঠনের এই প্রচেষ্ঠা। গত ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ উপলক্ষে স্থাপিত হাসিমুখের স্টল থেকে অর্জিত অর্থ দিয়েয় প্রতিবন্ধীদের মাঝে খাবার এবং তাদের ব্যবহার্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণের আজকের এই উদ্যোগ নেয়া হয়েছে।


বিবার্তা/রাকিবুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com