শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সাক্ষাৎ
প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৯, ১৫:১৬
ঢাবি উপাচার্যের সঙ্গে জাপানের অধ্যাপকের সাক্ষাৎ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র অধ্যাপক ড. ইউজি কোদা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়।


এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, প্রভাষক ড. মো. আবুল কালাম সিদ্দিকী এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. খালিদ আলম উপস্থিত ছিলেন।


সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে চলমান যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বৈত পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে আলোচনা করা হয়। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জাপানে ইন্টার্নশিপ ও স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে অধ্যাপক ড. ইউজি কোদার সহযোগিতা চান। জাপানের অধ্যাপক এ ক্ষেত্রে সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন।


উল্লেখ্য, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই জাপান অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com