শিরোনাম
ঢাবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৯, ১৭:২১
ঢাবিতে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।


চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিযোগিতা আয়োজক কমিটির আহবায়ক অধ্যাপক শেখ আফজাল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।


উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সুনাগরিক হিসেবে গড়ে ওঠার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ভালোভাবে জানার জন্য শিশুদের প্রতি আহ্বান জানান।


তিনি বলেন, নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চারিত্রিক গুণাবলী ধারণ করতে হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করতে হবে। বঙ্গবন্ধু অত্যন্ত সময়ানুবর্তী ছিলেন উল্লেখ করে উপাচার্য বলেন, তিনি যথাসময়ে সঠিকভাবে সকল কাজ সম্পন্ন করতেন, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতেন এবং হোমওয়ার্ক শেষ করতেন। চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সৃজনশীল কাজের সঙ্গে শিশুদের সম্পৃক্ত রাখার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য অভিভাবকদের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম বঙ্গবন্ধুর সঙ্গে শিশুদের পরিচয় ঘটাতে সহায়ক ভূমিকা পালন করবে।


উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গত ১৭ মার্চ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় এই শিশু-কিশোর চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মোট তিনটি গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রত্যেক গ্রুপের সেরা ১০জন করে মোট ৩০জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।


পুরস্কারপ্রাপ্তরা হলো ক বিভাগে মো. মুসফিক শাহরিয়ার, দিল জাফিরা জাকারিয়া, মোফাশ্বারা কানিজ, সাদমান হোসেন, মো. বখতিয়ার নাদিম, নিতুন বিশ্বাস, খন্দকার নাবিল আহমেদ, আবিয়াজ আলম চৌধুরী রাজ্য, মো. ইয়াসিন আরাফাত ও অপর্ণা সরকার।


খ বিভাগে-কাসিতা নুসাইবা তাকি, সিদরাতুল মুনতাহা ইরিন, নুহাশ রহমান স্পর্শ, লুৎফুর নাহার (বর্ষা), নুসরাত জাহান, ফাতেমা তুজ জোহরা, ফারিয়া ইসলাম রাফি, রাইসা ইসলাম (জারা), সুমাইয়া আক্তার মারিয়া ও জারলিনা হাসান তিয়ানা।


গ বিভাগে- বশির উল্লাহ, মাহিনুর বিনতে ওয়াদুদ, মেহেরুন নেসা, অনন্য চৌধুরী অর্পা, মাহিমা চৌধুরী (মৃত্তিকা), মো. জাভেদ হাওলাদার রনি, মুহাম্মদ উল্লাহ মাহি, সম্পা আক্তার, মো. আবীর ও রুমানা আলম নিশি।


বিবার্তা/রাসেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com