শিরোনাম
রাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০১৯, ১৯:৩৪
রাকসু নির্বাচনের দাবিতে মানববন্ধন
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুব শীঘ্রই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এদিকে, একই সময়ে রাকসু নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে বিদ্যমান সকল প্রকার রাজনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে এ দাবি জানান।


উপাচার্যের পক্ষে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। স্মারকলিপি গ্রহণের পর তিনি বলেন, উপাচার্যের পক্ষে আমি তাদের স্মারকলিপি নিয়েছি। আমি এ বিষয়ে উপাচার্যকে অবগত করব।


মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাকসু নির্বাচন না হলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অফিসার সমিতি, সিনেট-সিন্ডিকেট নিবার্চনগুলো ঠিকই হচ্ছে। প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপের নামে কাল বিলম্ব করছে। তারা যে ধীর গতিতে সংলাপ চালাচ্ছে তাতে শীঘ্রই রাকসু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। প্রশাসনের এই ধীর গতি রাকসু নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় তৈরি করেছে।


কর্মসূচিতে বক্তব্য দেন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী রনজু হাসান, চারুকলা অনুষদের শিক্ষার্থী শাকিলা খাতুন, ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ইসরাফিল প্রমুখ। কর্মসূচির আগে তারা ক্যাম্পাসে পদযাত্রা করেন। এতে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


অন্যদিকে ছাত্রদলের স্মারকলিপিতে বলা হয়, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের কর্মকা-ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বর্তমানে তা অযৌক্তিক। কিন্তু রাকসু নির্বাচনকে সামনে রেখে যদি ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করতে না পারে তবে শিক্ষার্থীদের দাবি প্রকাশে বিঘ্ন ঘটবে ফলে রাকসু নির্বাচনও আরো বিলম্বিত হবে। এ সময় নেতাকর্মীরা ক্যাম্পাসে তাদের দলীয় টেন্ট পুনঃনির্মাণের দাবিও জানান।


বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুদ্দীন চৌধুরী সানিন বলেন, আমারা দীর্ঘদিন নিরাপত্তাহীনতার কারণে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছি। ক্যাম্পাসে আমাদের দলীয় টেন্ট পুনঃনির্মাণ করার মাধ্যমে ক্যাম্পাসে সহাবস্থানের নিশ্চয়তা চাই।


স্মারকলিপি প্রদানের সময় সাংগঠনিক সম্পাদক রাজু আহমেন মামুন, প্রচার সম্পাদক মেহেদি হাসান, সদস্য তুষার শেখ, জহিরুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল লতিফ সমাট, এমএইচ মারুফ একরামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/পাভেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com