শিরোনাম
ইবি শিক্ষার্থীদের যোগ্যতা নিশ্চিতকরণে কর্মশালা
প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৯, ১৫:৫৭
ইবি শিক্ষার্থীদের যোগ্যতা নিশ্চিতকরণে কর্মশালা
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের যোগ্যতা নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার সকাল ১০টার বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)।


বিশ্ববিদ্যালয়ের প্রথম স্টকহোল্ডার ৩৩টি বিভাগের নির্বাচিত ১৫০ জন শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রথম পর্বে আইকিউএসি‘র পরিচালক অধ্যাপক ড. কেএম আব্দুস ছোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.সেলিম তোহা।


কর্মশালার দ্বিতীয় পর্বে রিসোর্স পারর্সন হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।


প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপটে সময় উপযোগী বিষযগুলোকে তোমাদের জানতে হবে। মনে রাখতে হবে তথ্য প্রযুক্তির এই যুগে যার কাছে যত বেশি তথ্য থাকবে সে তত বেশি সমৃদ্ধ। তিনি বলেন, জ্ঞান বিতরণের ও গ্রহণের জন্য অর্থবহ পরিবেশ গড়ে না তুললে সেই জ্ঞান বিতরণ অর্থবহ হয় না। তাই আগে আমাদের শিক্ষা গ্রহণের জন্য শিক্ষা উপযোগী পরিবেশ গড়ে তুলতে হবে।’


বিবার্তা/জায়িম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com