শিরোনাম
রাবি ছাত্রীদের মানববন্ধন
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৯, ১৯:৪২
রাবি ছাত্রীদের মানববন্ধন
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোতে গেস্ট রাখাসহ পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


বুধবার সন্ধ্যা ৬টার বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্রী হলের শিক্ষার্থীরা গ্রন্থাগারের সামনে মানববন্ধন করে এ দাবি জানান।


মানববন্ধনে শিক্ষার্থীরা আরো কয়েকটি দাবি জানান। উল্লেখযোগ্য দাবিগুলো হল- হলের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং হলের ডাইনিং-ক্যান্টিনের পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে পড়ালেখা করছি। বিভিন্ন প্রয়োজনে আমাদের কাছে আত্মীয়-স্বজনেরা আসেন। তাদেরকে কখনো কখনো এক রাত থাকার প্রয়োজন হয়। আমরা তাদের হলে রাখতে গেলেই হল কর্তৃপক্ষের যত নিয়ম শুরু হয়ে যায়। গেস্ট রাখলে আবার হলে দায়িত্বরত মহিলা কর্মচারীরা আমাদের সঙ্গে এমনকি কখনও কখনও গেস্টদেরও সঙ্গেও দুর্ব্যবহার করেন।


তারা আরো বলেন, কোনো ছাত্রীর মা আসলে হল কর্তৃপক্ষ থাকতে দেন। কিন্তু মা ছাড়াও আমাদের বোন, খালাসহ বিভিন্ন আত্মীয়-স্বজন আসেন। তাদের হলে রাখার অনুমতি দেয় না। কিন্তু ছাত্র হলগুলোতে গেস্ট রাখা নিয়ে কোনো সমস্যা হয় না। আমরা সবাই ক্যাম্পাসের শিক্ষার্থী। ছাত্র হলগুলোর মত আমাদেরও গেস্ট রাখার সুযোগ দিতে হবে।


মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি ছাত্রী হলের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। কর্মসূচি থেকে বৃহস্পতিবার দুপুর দেড়টায় একই দাবিতে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন তারা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রীদের কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন। তারাও ছাত্রীদের হলে সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবি জানান।


বিবার্তা/পাভেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com