শিরোনাম
ইবিতে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১ ছাত্র বহিষ্কার
প্রকাশ : ১০ এপ্রিল ২০১৯, ১৮:৩৯
ইবিতে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১ ছাত্র বহিষ্কার
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হোসনে মোবারক সাগর নামে এক যুবককে মারধর করেছেন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। এ ঘটনায় অভিযুক্ত আশিকুজ্জামান আকাশকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্টার এসএম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন। বহিষ্কৃত আকাশ আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।


জানা যায়, গত মঙ্গলবার বিভাগের ম্যাসেঞ্জার গ্রুপে শিক্ষা সফর নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এরই জেরে আকাশ স্থানীয় ৭-৮ জন বহিরাগতকে নিয়ে বঙ্গবন্ধু হলের সামনে সাগরকে ডেকে নেয়। সাগর আসলে তাদের মাঝে আবারো বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আকাশ বহিরাগতদের নিয়ে সাগরকে বেধড়ক মারপিট শুরু করে। এসময় হলের আবাসিক শিক্ষার্থীরা তাদের ধাওয়া করলে বহিরাগতরা পালিয়ে যায়। তবে আকাশকে ধরে ফেলে তারা।


পরে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, ভারপ্রাপ্ত প্রক্টর ড. নাছিরউদ্দিন আজহারী এবং হলের আবাসিক শিক্ষক শরিফুল ইসলাম ঘটনাস্থলে আসেন। এসময় মারধরের বিচার চেয়ে ছাত্র উপদেষ্টা বরাবর লিখিত অভিযোগ দেয় ভুক্তভোগী সাগর। একই সাথে আবাসিক শিক্ষার্থীরাও আকাশ ও বহিরাগতদের শাস্তির দাবি জানায়।


এ ঘটনায় আকাশকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।


বিবার্তা/জায়িম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com