শিরোনাম
ইবি খেলোয়াড়দের পিস্তল ঠেকিয়ে জাবি শিক্ষার্থীর হুমকি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৯, ১৯:৩৭
ইবি খেলোয়াড়দের পিস্তল ঠেকিয়ে জাবি শিক্ষার্থীর হুমকি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-১৯ হ্যান্ডবল প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খেলোয়াড়দের মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়েছে জাবির কয়েকজন শিক্ষার্থী বলে অভিযোগ পাওয়া গেছে।


রবিবার বিকাল ৩টার দিকে জাবি ফুটবল মাঠে ইবির হ্যান্ডবল টিম অংশগ্রহণ করতে গেলে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী সূত্রে জানা যায়, রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে জাবির সাথে ইবির হ্যান্ডবল সেমিফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিকাল ৩টার দিকে খেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিতে যায় ইবি টিম। এসময় অপরিচিত ১৫/১৬ জন এসে কারা কারা জাতীয় দলের খেলোয়াড় তা জানতে চায়। পরে ইবি টিমকে খেলায় অংশ নিতে নিষেধ করে তারা। এক পর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এবং ক্যাপ্টেন আশিক ও ইমনের মাথায় পিস্তল ঠেকিয়ে খেলায় অংশ নিলে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় তারা। পরে ইবির খেলোয়াড়রা মাঠ ত্যাগ করে। ক্যাম্পাস থেকে বের হয়ে যাওয়া দেখে তারা আবারোও ধাওয়া করে। কোনো ক্রমে বাসে উঠে নিজেকে আত্মরক্ষা করে ইবির খেলোয়াড়রা বলে জানায় ক্যাপ্টেন আশিক। হুমকিদাতারা সবাই ছাত্রলীগের কর্মী বলে সন্দেহ খেলোয়াড়দের।


ইবির টিম ম্যানেজার অধ্যাপক ড. জাকারিয়া রহমান বলেন, ‘মাঠে কোনো রকম নিরাপত্তা ব্যবস্থা ছিল না। কর্তৃপক্ষের যথেষ্ট আন্তরিক হওয়ার প্রয়োজন ছিল। লিখিতভাবে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প কর্তৃপক্ষের কাছে নিন্দা ও শাস্তি জানিয়ে আবেদন করা হয়েছে। ঘটনার পর খেলোয়াড়দের নিরাপদে নেয়া হয়েছে এবং তারা সুস্থ আছে।’


এবিষয়ে জানতে চাইলে জাবির প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ইবির টিম খেলা না করে মাঠ ছেড়ে চলে গেছে। আমরা উদারতা দেখিয়েছি। তারা যে অভিযোগগুলো করেছে তার কোন ভিত্তি নেই।


ইবির উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, এটা অপ্রত্যাশিত ঘটনা। আমরা লিখিত অভিযোগ করেছি। খেলা বন্ধ হয়েছে। আশা করি অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে কর্তৃপক্ষ।


বিবার্তা/জায়িম/আকবর


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com