শিরোনাম
জবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
প্রকাশ : ২০ মার্চ ২০১৯, ১৫:৩২
জবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
প্রিন্ট অ-অ+

নিরাপদ সড়কের দাবিতে রায়সাহেব বাজার মোড় অবরোধ করে রেখেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।


মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর বাসচাপায় মৃত্যু পর পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করেন জবি শিক্ষার্থীরা।


এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আশেপাশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অবরোধ অংশ নেয়। অবরোধে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হতে নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকেন। এসময় শিক্ষার্থীরা ‘we want Justice’ ‘সড়ক সড়ক সড়ক চাই নিরাপদ সড়ক চাই’ ‘আমার ভাই মরলো কেনো প্রশাসনের জবাব চাই’ স্লোগানে কম্পিত হয় পুরান ঢাকা।


রাস্তা অবরোধ করা হলেও অ্যাম্বুলেন্সসহ সকল গুরুত্বপূর্ণ যানবাহনকে চলাচলের জন্য রাস্তা করে দিচ্ছেন শিক্ষার্থীরা।


রাস্তা অবরোধের পূর্বে জবি শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও জবি ক্যাম্পাসে মিছিল করে এসে পুলিশের বাধা উপেক্ষা করে রায়সাহেব বাজারে অবস্থান নেন। এতে করে পুরান ঢাকার সকল গুরুত্বপূর্ণ স্থানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।


বিবার্তা/আদনান/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com