শিরোনাম
ঢাবিকে পরিচ্ছন্ন রাখতে অভিযান চালাচ্ছে বিডি ক্লিন
প্রকাশ : ১৬ মার্চ ২০১৯, ১৮:৫০
ঢাবিকে পরিচ্ছন্ন রাখতে অভিযান চালাচ্ছে বিডি ক্লিন
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরিচ্ছন্ন অভিযান চালাচ্ছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।


শনিবার বিকেলে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে থেকে শপথ পাঠের মাধ্যমে নিয়মিত সাপ্তাহিক ইভেন্ট শুরু করে সংগঠনটি। এদিন তারা মধুর ক্যান্টিন, আইবিএ, আমবাগান ও ডাকসু ক্যাফেটেরিয়ার চারপাশ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন। নির্দিষ্ট স্থান পরিষ্কার শেষে ময়লা ভর্তি পলিব্যাগ গুলো ময়লার ডাম্পিং স্টেশনে ফেলে দিয়ে তাদের কাজের পরিসমাপ্তি করেন।


এরআগে ধারাবাহিকভাবে টিএসসি, স্বোপার্জিত স্বাধীনতা চত্বর, বট তলা, পদ্ম পুকুর, কার্জন হল, আইন অনুষদ ও অপরাজেয় বাংলার আশপাশ পরিচ্ছন্ন করেছে সংগঠনটি।


সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে সংগঠনটির সদস্য নুসরাত জাহান বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার ফেসবুক গ্রুপে বিডি ক্লিনের কার্যক্রম দেখে অনুপ্রাণিত হই। তাদের কাজ, লক্ষ্য ও উদ্দেশ্য আমার ভালো লেগেছে। আমি এই প্রজন্মের তারুণ্য হিসেবে আমাদের দেশকে পরিচ্ছন্ন করতে চাই। আর এ কাজে আমার বন্ধুদের ও যুক্ত করেছি। আমাদের পূর্ববর্তী প্রজন্ম আমাদের কে স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন জীবাণু মুক্ত দেশ উপাহার দিতে চাই। এখানে আসার পর আমি উপলব্ধি করতে পারি, নিজের বিবেককে।


আরেক সদস্য নাঈম ইসলাম বলেন, আমরা প্রতি সপ্তাহে শনিবারের দিন বিকেলে আমাদের ইভেন্ট পরিচালনা করি। আমরা চাই তরুণরা দেশ ও বিশ্ববিদ্যালয় পরিচ্ছন্নতায় এগিয়ে আসুক।


সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ইসমাইল হোসেন সিরাজী বিবার্তাকে বলেন, ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উৎযাপনকে কেন্দ্র করে আমাদের লক্ষ্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে ঘোষণা করা। এ লক্ষ্য নিয়েই আমরা সচেতনতার বার্তা সকল ছাত্র-ছাত্রীর মাঝে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। আমরা গত বছরের ২ ফেব্রুয়ারি থেকে নিয়মিত ইভেন্ট পরিচালনা করে আসছি। আমরা আশাবাদী ২০২১ সালের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে পারবো।


উল্লেখ্য, পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০১৬ সালের ৩ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফরিদ উদ্দিন মিলনের হাতে প্রতিষ্ঠিত হয় বিডি ক্লিন। এরপর থেকে সংগঠনটি ধীরে ধীরে বড় হয়ে দেশব্যাপী পরিচ্ছন্নতার কাজ করে যাচ্ছে।


বিবার্তা/রাসেল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com