শিরোনাম
ইবি কর্মকর্তা বহিষ্কার
প্রকাশ : ১৪ মার্চ ২০১৯, ১৪:৩৭
ইবি কর্মকর্তা বহিষ্কার
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীর কাছ থেকে উৎকোচ গ্রহণের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দফতর থেকে প্রেরিত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়। বহিষ্কৃত মোক্তার হোসেন পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের শাখা কর্মকর্তা ছিলেন।


জানা যায়, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নেয়ামুল কবিরের নিকট থেকে নম্বরপত্র উত্তোলনের জন্য উৎকোচ গ্রহণ করেন ওই কর্মকর্তা। বিষয়টির প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় ‘কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩ (ডি) ধারায় তাকে সাময়িক বরখাস্ত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


এছাড়া ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মেহের আলীকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটির অন্য দুই সদস্য হলেন ভারপ্রাপ্ত প্রক্টর ড. আনিছুর রহমান এবং পরীক্ষা নিয়ন্ত্রক দফতরের সহকারী রেজিস্ট্রার আহসানুল হক।


কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।


বিবার্তা/জায়িম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com