শিরোনাম
বশেমুরবিপ্রবি সংলগ্ন হোটেলে ভেজাল বিরোধী অভিযান
প্রকাশ : ১৩ মার্চ ২০১৯, ১৯:২৬
বশেমুরবিপ্রবি সংলগ্ন হোটেলে ভেজাল বিরোধী অভিযান
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) সংলগ্ন খাবারের হোটেলসমূহে ভ্রাম্যমাণ আদালতের ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।


বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভেজাল বিরোধী অভিযানে তিনটি হোটেলকে জরিমানা ও শাস্তি প্রদান করা হয়েছে।


গোপালগঞ্জের সহকারী কমিশনার ও নির্বাহী বিচারক শেখ সালাহউদ্দীন দীপুর নেতৃত্বে চারটি হোটেলে এ অভিযান পরিচালিত হয়। প্রায় ১ ঘণ্টার এ অভিযানে নিম্নমানের খাবার ও নোংরা পরিবেশের কারণে আব্দুল্লাহ হোটেল, এসএম ফার্স্ট ফুড, ফুড প্যালেসকে যথাক্রমে ৮ হাজার, ৫ হাজার এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।


শেখ সালাহউদ্দীন দীপু জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়। খাবারের মান ও পরিবেশ নিশ্চিত করতে প্রতি মাসেই এধরনের অভিযান পরিচালনা করা হবে।


বিবার্তা/সৈকত/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com