শিরোনাম
ডাকসুর ২৩ পদে পুনঃনির্বাচন দাবি নূরের
প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ১৬:২০
ডাকসুর ২৩ পদে পুনঃনির্বাচন দাবি নূরের
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সহ সভাপতি (ভিপি) ও সমাজসেবা সম্পাদক বাদে অন্য ২৩ পদে পুনঃনির্বাচনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন সদ্য নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর।


মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে তিনি এই ঘোষণা দেন।


নুরুল হক বলেন, ডাকসুর ভিপি ও সমাজসেবা বাদে অন্য ২৩ পদে পুনঃনির্বাচনের আয়োজন করতে হবে। এ দাবিতে আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করা হবে।


তিনি বলেন, গতকাল সোমবার কারচুপির নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার হরণের চেষ্টা করা হয়েছে। এর প্রতিবাদেও আগামীকালও ক্লাস-পরীক্ষা বর্জন চলবে।


নূর বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রশাসন তাদের নীল নকশা অনুযায়ী একটি নির্বাচন করেছে। এখানে আমাকে আর আখতারকে হয়ত আটকাতে পারেনি, কিন্তু বাকিদের পেরেছে। যদি সুষ্ঠু নির্বাচন হয়, তাহলে ছাত্রলীগ একটি সিটেও জিততে পারবে না। যদি পারে আমি বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাব।


এ সময় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এ আর এম আসিফুর রহমান, প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদী ছাত্র ঐক্যের সম্মলিত জোটের জিএস (সাধারণ সম্পাদক) পদপ্রার্থী উম্মে হাবিবা বেনজীরসহ কয়েকশ’ নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com