শিরোনাম
অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা কিছু প্রার্থীর
প্রকাশ : ১১ মার্চ ২০১৯, ১৫:১১
অনিয়মের অভিযোগে ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা কিছু প্রার্থীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অনিয়ম, দুর্নীতি ও হামলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বেশ কিছু প্রার্থী। এরমধ্যে কোটা সংস্কার আন্দোলন, বাম জোট ও স্বতন্ত্র প্যানেলের বেশ কিছু প্রার্থী রয়েছেন।


নির্বাচনে অনিয়মের প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।


সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।


সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য সমর্থিত বামজোটের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদের প্রার্থী ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী এ আর এম আসিফুর রহমান, জিএস পদে কোটা সংস্কারপন্থীদের প্রার্থী মুহাম্মদ রাশেদ খানসহ বেশ কয়েকজন প্রার্থী উপস্থিত ছিলেন।


পরবর্তীতে একই স্থানে সংবাদ সম্মেলন করে একই অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com