শিরোনাম
মাভাবিপ্রবিতে র‌্যাগিংকারীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
প্রকাশ : ১০ মার্চ ২০১৯, ১৬:৩৯
মাভাবিপ্রবিতে র‌্যাগিংকারীদের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) র‌্যাগিংয়ের নামে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী রানাকে মারধর ও ফাহিমের হাত ভেঙে দেয়ার ঘটনায় দোষীদের আজীবন বহিষ্কারের দাবিতে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।


রবিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এসময় স্লোগানে স্লোগানে দোষীদের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। এতে ওই বিভাগের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এর আগে শনিবার দুপুরে বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. সিরাজুল ইসলামের কাছে একটি অভিযোগ করে। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কোনো পদক্ষেপ না নেয়ার বিক্ষুব্ধ হয়ে পড়ে শিক্ষার্থীরা।


আহত শিক্ষার্থীরা জানান, আমরা আমাদের বিভাগের বন্ধু বান্ধবদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গ্রুপ চালু করি। সেই গ্রুপে আমরা মজা করি। আর এই মজার বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের বড় ভাইয়েরা আমাদের ডেকে নিয়ে মারধর করতে থাকে। এক পর্যায়ে মারতে মারতে আমার হাত ভেঙ্গে ফেলে। তারপরও তারা আমাদের মারতে থাকে। পরে আমাদের শিবির বলে আখ্যায়িত করে যাতে কেউ এর বিচার না করে।


এবিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং জিরো টলারেন্স। শনিবার র‌্যাগিং এর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। যদি কেউ এ ধরনের কাজে জড়িত থাকে তবে প্রমাণ সাপেক্ষে তাকে সাময়িক বহিষ্কার করা হবে।


বিবার্তা/তোফাজ্জল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com