শিরোনাম
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
প্রকাশ : ০৭ মার্চ ২০১৯, ২১:২২
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির নেতাকর্মীরা।


জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি মিছিল বের হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে গিয়ে শেষ হয়।


শ্রদ্ধা নিবেদন শেষে মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এতে ছাত্রলীগের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেয়।


এসময় জাবি ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ৭ই মার্চের ভাষণ বাঙালি জাতির একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এই ভাষণ শুনে দেশের মানুষ অধিকার আদায়ে উদ্বুদ্ধ হয়। তাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু ও তার ৭ই মার্চের ভাষণ চির অমর হয়ে থাকবে। বাঙ্গালি জাতি এই ঋণ কখনো শোধ করতে পারবে না।


এছাড়া সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বৈচিত্রময় জীবনের উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।


বিবার্তা/জোবায়ের/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com