শিরোনাম
ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ২০:৪১
ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডাকসু নির্বাচনের প্রচারণায় বাদ্যযন্ত্র ব্যবহারের অভিযোগ এসেছে ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে।


মঙ্গলবার সকাল থেকেই সংগঠনটির সাধারণ সম্পাদক লিটন নন্দীর নেতৃত্বে বাদ্যযন্ত্র বাজিয়ে ক্যাম্পাসে মিছিল করা হয়।


মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী পরিষদের চেয়ারম্যান সন্জিত চন্দ্র দাস ডাকসুর রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান বরাবর এ অভিযোগ দায়ের করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ক্যাম্পাসে প্রচারণা শুরু করেন লিটন নন্দীর নেতৃত্বে বাম জোট। প্রচারণার সময় কর্মীদের ড্রাম বাজিয়ে গান করতে দেখা যায়। এসময় তারা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।


এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, ডাকসু নির্বাচনের আচরণবিধি ৩(ক) ধারায় বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে মনোনয়নপত্র জমাদান, মনোনয়নপত্র প্রত্যাহার বা নির্বাচনী প্রচারণায় কোনো ধরনের যানবাহন, মোটরসাইকেল, রিকশা, ঘোড়ার গাড়ি, হাতি, ব্যান্ড পার্টি ইত্যাদি নিয়ে কোনোরূপ শোভাযাত্রা, শোডাউন বা মিছিল করা যাবে না।


ডাকসুর নির্বাচনে ভিপি পদপার্থী ও ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, এটি কোনো ব্যান্ড পার্টি নয়। এটি আমাদের নিজস্ব গান। এটি মূলত গানের মিছিল ছিল। একটি প্যারেড ড্রাম ছিল যেটি সংগঠনের একজন কর্মী দিয়েই বাজানো হয়েছে। গানের তালে তালে গানের মিছিলের প্রোগ্রাম ছিল।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com