শিরোনাম
ডাকসুর প্রচারণায় সরগরম ঢাবি
প্রকাশ : ০৫ মার্চ ২০১৯, ১৮:০১
ডাকসুর প্রচারণায় সরগরম ঢাবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ২৮ বছর পর আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষার্থীদের বহুল কাঙ্ক্ষিত এই নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে ক্যাম্পাস। সর্বত্রই এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ।


তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ এবং মনোনয়ন প্রত্যাহারের মতো আনুষ্ঠানিকতাগুলো শেষে চূড়ান্ত প্রার্থীরা এখন ভোটের মাঠে প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন।



ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে দাবি-দাওয়া তুলে ধরে সমর্থন আদায়ের চেষ্টা করছেন তারা। একাজে প্রার্থীরা লিফলেটসহ ব্যক্তিগত ইশতেহার ব্যবহার করছেন।


সব মিলিয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন উৎসবের আমেজে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, টিএসসি, কলাভবন, কার্জন হলসহ ক্যাম্পাসের সব জায়গায় এখন আলোচনার বিষয় ডাকসু নির্বাচন।



মঙ্গলবার সরেজমিনে, ক্ষমতাসীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, বামজোট এবং কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এর বাইরে একাধিক স্বতন্ত্র জোটকে প্রচারণায় ব্যস্ত থাকতে দেখা গেছে।


প্রচারণার ব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগ মনোনীত ভিপি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, নির্বাচনী হাওয়া লেগে গেছে। আমরা শিক্ষার্থীদের সাথে পরিচিত হচ্ছি। তাদের চাওয়া-পাওয়া, বিশ্ববিদ্যালয় নিয়ে তাদের ভাবনার বিভিন্ন মতামত আমরা নিচ্ছি। আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবিগুলো বাস্তবায়ন করব।



প্রচারণার ব্যাপারে বাম সংগঠনের দুই জোট মনোনীত ভিপি প্রার্থী লিটন নন্দী বলেন, ভোটার আইডি কার্ড না থাকলে শিক্ষার্থীরা ভোট দিতে পারবে না। তাই তারা যেন ৯ মার্চের পূর্বেই ভোটার আইডি কার্ড করে, সেজন্য আমরা সবাইকে সচেতন করছি। আমরা তাদের ভোট দেয়ার ব্যাপারে সচেতন করছি। ২৮ বছর পর নির্বাচন হচ্ছে। আমরা চাই এই নির্বাচনে শতভাগ ভোট নিশ্চিত হোক।


শিক্ষার্থীরা বলছেন, ডাকসুর প্রচারণায় প্রার্থীরা আমাদের দ্বারে দ্বারে আসছেন আর আমাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।এ ব্যাপারে ঢাবি শিক্ষার্থী বাধন ইসলাম মোহন বলেন, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং তাদের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতিমূলক ইশতেহার নিয়ে প্রার্থীরা আমাদের কাছে আসছেন।আমরাও আমাদের দাবি-দাওয়ার কথা তাদের জানাচ্ছি।



বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com