শিরোনাম
ডাকসুতে ভিপি পদে লড়বেন ২১, জিএসে ১৪ জন
প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ২২:০৩
ডাকসুতে ভিপি পদে লড়বেন ২১, জিএসে ১৪ জন
ফাইল ছবি
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।


রবিবার বিকালে ডাকসুর ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়। এতে দেখা যায় সহ-সভাপতি (ভিপি) পদে লড়বেন ২১জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন ১৪ জন।


ভিপি পদের প্রার্থীরা হলেন- অরণি সেমন্তি খান, আবদুল্লাহ আল লাবিব, আবদুল্লাহ জিয়াদ, এ. ডি. এম. আব্বাস-আল-কোরেশী, এস.এম. আতায়ে রাব্বী, ওমর ফারুক, নকিবুল হাসান, ফাহমিদা মজিদ, মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল আলীম, মো. গোলাম রাসেল, মো. টিটো মোল্যা, মো. নাইম হাসান, মো. নুরুল হক, মো. রাকিবুল ইসলাম, মো. রাসেল শেখ, মো. রেজওয়ানুল হক চৌধুরী, লিটন নন্দী, শফিকুল ইসলাম, শিহাব শাহরিয়ার সোহাগ এবং সফিক সরকার।


জিএস পদের প্রার্থীরা হলেন- উম্মে হাবীবা বেনজির, এ আর এম আসিফুর রহমান, গোলাম রাব্বানী, জালাল আহমেদ, ফয়সাল মাহমুদ সুজন, মামুন ফকির, মো. আনিসুর রহমান খন্দকার, মো. মাহমুদুল হাসান, মো. রাশেদ খাঁন, মো. রাশেদুল ইসলাম, শফিকা রহমান শৈলী, শাফী আব্দুল্লাহ, শাহরিয়ার রহমান এবং সনম সিদ্দিকী।


এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে লড়বেন ১৩ জন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে ১১ জন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ৯ জন, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে ৯ জন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১১ জন, সাহিত্য সম্পাদক পদে ৮ জন, সংস্কৃতি সম্পাদক পদে ১২ জন, ক্রীড়া সম্পাদক পদে ১১ জন, ছাত্র পরিবহণ বিষয়ক সম্পাদক পদে ১০ জন, সমাজ সেবা সম্পাদক পদে ১৪ জন, ও সদস্য পদে ৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।


উল্লেখ্য, আগামী ১১ মার্চ ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com