শিরোনাম
রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি
প্রকাশ : ০৩ মার্চ ২০১৯, ২০:০২
রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি
ফাইল ছবি
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দুই শিক্ষকের হত্যার হুমকির রেশ কাটতে না কাটতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ড. জুলফিকার আলীকে হত্যার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।


এ নিয়ে গত তিন দিনে সর্বহারা পরিচয়ে হুমকির শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ে তিন শিক্ষক।


শনিবার সন্ধ্যা ৭টার পরে এ হুমকির ঘটনা ঘটে বলে জানা গেছে।


সমাজ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. জুলফিকার আলী জানান, স্বপন কুমার নামে ফোনে পরিচয় দিয়ে নিজেকে সর্বহারা দলের সদস্য দাবি করেন হুমকিদাতা। এরপর অন্য দুই শিক্ষকের মতো আমাকেও হত্যার হুমকি দেয়া হয়। শনিবার সন্ধ্যা ৭টার পর এ ঘটনা ঘটে।


পদক্ষেপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এর আগে আমার বিভাগের একজন শিক্ষকসহ দুইজন শিক্ষককে হত্যার হুমকি দেয়া হয়। আমরা অফিসিয়ালি বিষয়টি দেখার চেষ্টা করছি। জিডির চেষ্টা চলছে।


এ দিকে একের পর এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যার হুমকির ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছেন শিক্ষকরা।


এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় সমাজকর্ম বিভাগের প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতিন বলেন, বিষয়টি উদ্বেগজনক। শিক্ষক হিসেবে আমরা সাধারণ মানুষ। আমি চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসন গুরুত্বের সঙ্গে বিষয়টি দেখবে এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করবেন।


এর আগে গত ২৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যায় সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সহযোগী অধ্যাপক আমিনুল ইসলাম ও দর্শন বিভাগের অধ্যাপক মুতাছিম বিল্লাহকে হত্যার হুমকি দেয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষক নগরীর মতিহার থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেন।


রাবির প্রক্টর প্রফেসর ড. লুৎফর রহমান বলেন, এ বিষয়ে আমাকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত আমাকে কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। আমার কাছে লিখিত অভিযোগ আসলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।


বিবার্তা/নাজমুল/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com