শিরোনাম
আচরণবিধি লঙ্ঘন করেছে বহিরাগতরা : ছাত্রলীগ
প্রকাশ : ০২ মার্চ ২০১৯, ২২:০৭
আচরণবিধি লঙ্ঘন করেছে বহিরাগতরা : ছাত্রলীগ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন আচরণবিধি লঙ্ঘন করেননি, একাজ বহিরাগতরা করেছে দাবি ছাত্রলীগের।


শনিবার ছাত্রলীগের ঘোষিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী সংসদের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আসন্ন ডাকসু নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত সম্মিলিত শিক্ষার্থী সংসদের প্যানেলকে বিতর্কিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু অতি উৎসাহী ব্যক্তি ডাকসু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে।’


এতে আরো বলা হয়েছে, ‘এই ঘটনার সাথে ছাত্রলীগ এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদের সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন কোনভাবেই যুক্ত নন।’


বিজ্ঞপ্তিতে ছাত্রলীগের সকল নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং সকল প্রগতিশীল ছাত্র সংগঠনকে ডাকসু নির্বাচনের আচরণবিধি মেনে চলার আহবান জানানো হয়েছে।


উল্লেখ্য, ডাকসুর আচরণ বিধিতে রঙিন ছবি সম্বলিত পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও ভিপি প্রার্থী ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের এধরণের পোস্টার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় দেখা যায়। আর এ ঘটনায় সমালোচনার ঝড় ওঠে।



বিবার্তা/রাসেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com