শিরোনাম
জাবিতে র‌্যাগিংবিরোধী র‌্যালি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৩
জাবিতে র‌্যাগিংবিরোধী র‌্যালি
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

র‌্যাগিংমুক্ত বিশ্ববিদ্যালয় গড়ার প্রত্যয় নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র‌্যাগিং বিরোধী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।


রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় গিয়ে শেষ হয়।


র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। এছাড়া র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফারজানা ইসলামের পাশাপাশি কয়েক’শ শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


র‌্যাগিংবিরোধী র‌্যালি থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা বলেন, কোনো শিক্ষার্থী কাউকে র‌্যাগ দিলে তাকে এক বছরের সাজা ভোগ করতে হবে। এজন্য র‌্যাগিং থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। মূলত নতুন শিক্ষার্থীদের কেউ যেন র‌্যাগ না দেয় সেই সচেতনতার জন্য আজকের এই র‌্যালি।


এদিকে বিশ্ববিদ্যালয়ে নতুন ৪৮তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে।


বিবার্তা/শরিফুল/আকবর/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com