শিরোনাম
জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির পূর্তি উৎসব রাবিতে
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩৮
জাতির জনকের ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রাপ্তির পূর্তি উৎসব রাবিতে
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’র উদ্যোগে জাতির জনক শেখ মুজিবুর রহমানের ‘বঙ্গবন্ধু’ উপাধি পাওয়ার পঞ্চাশ বছর পূর্তি উৎসব পালিত হয়েছে।


শনিবার সন্ধ্যায় দিবসটি উপলক্ষে রাকসু ভবনে সংগঠনটির নিজস্ব কার্যালয়ে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।


অনুষ্ঠানে বঙ্গবন্ধু জোটের সাধারণ সম্পাদক আ স ম শিবলী শিহাবের সঞ্চালনায় সংগঠনটির সহ-সভাপতি নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুখন সরকার সভাপতিত্ব করেন।


এ সময় বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি জাতির ইতিহাস, আবহমান বাংলার রাজনৈতিক ক্রমবিবর্তনের ইতিহাস এবং বিভাগোত্তর থেকে মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধে বিজয় অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের সদস্যরা বিভিন্ন সংগীত পরিবেশন করেন।


এর আগে সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. পি এম সফিকুল ইসলাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি বার্তা পাঠান।


উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ১৯৯৭ সালের ১৯ জুলাই প্রতিষ্ঠিত হয়।


বিবার্তা/পাভেল/আকবর/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com