শিরোনাম
চকবাজার ট্র্যাজেডিতে উদ্ধার কাজে জবি শিক্ষার্থীরা
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৯
চকবাজার ট্র্যাজেডিতে উদ্ধার কাজে জবি শিক্ষার্থীরা
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর চকবাজারে বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার তৎপরতা চালিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


রাতভর তারা কাজ করেছেন দুর্গত এলাকায়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আহসান হাবীবসহ বেশ কয়েকজন শিক্ষার্থী মানবতার টানে এগিয়ে আসেন উদ্ধার কাজে। এসময় তারা অন্য শিক্ষার্থীদের সাধ্যমতো সহায়তা করারও আহ্বান জানান।


উল্লেখ্য, চকবাজারে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। আবাসিক ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট। কতজন দগ্ধ হয়েছেন তা নির্দিষ্টভাবে জানা যায়নি। ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে ভর্তি অর্ধশতাধিক। এরমধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক।


ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান বলেন, গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন লাগার পর থেকেই পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের অন্তত ৩৭টি ইউনিটের দুইশতাধিক ফায়ার ফাইটার্স কাজ করছে।


বিবার্তা/আদনান/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com