শিরোনাম
রাবিতে চিত্র প্রদর্শনী
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:১৩
রাবিতে চিত্র প্রদর্শনী
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য শীর্ষক স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে বিশ্ব ভালোবাসা দিবস ও বসন্ত বরণ উপলক্ষে বিভাগের সামনে চার দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।


আয়োজক সূত্র জানায়, সাংবাদিকতা বিভাগ ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা আব্দুল্লাহ আল বাকী প্রদর্শনীর উদ্বোধন করেন। ক্লাব সদস্যদের তোলা ৩৬টি স্থিরচিত্র স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। সেখানে ছবির ভাষায় তুলে ধরা হয়েছে ক্যাম্পাসের বিভিন্ন স্থান, স্তম্ব, ভাস্কর্য, ভবনসহ ক্যাম্পাসের জনজীবনের চিত্র।


প্রদর্শনীর আহ্বায়ক শারমিন আক্তার পুষ্প বলেন, আমরা চেষ্টা করেছি ক্যাম্পাসের সৌন্দর্যগুলো ছবির ভাষায় মানুষের সামনে উপস্থাপন করার। বুধবার থেকে আমাদের প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার ও রবিবার ও সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।


বিবার্তা/পাভেল/আকবর/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com