শিরোনাম
জাকসুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০২
জাকসুর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনের (জাকসু) তফসিল ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্র জোট।


বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদ ভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পুরাতন রেজিস্টার, জাকসু ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসের বটতলায় এসে শেষ হয়।


মিছিল শেষে নেতাকর্মীরা সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।


সমাবেশে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশে শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীসহ সবাইকে সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পার্লামেন্ট সিনেটে গিয়ে মতামত ও অধিকারের কথা বলতে। বিশ্ববিদ্যালয়ে তখনই গণতান্ত্রিক পরিবেশ চর্চা বজায় থাকবে যখন সবাই তাদের মতামত ব্যক্ত করার জায়গা পাবে। শিক্ষার্থীদের মতামত ব্যক্ত করার জায়গা হলো ছাত্র সংসদ। সেই ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানাচ্ছি।


ছাত্র ইউনিয়ন জাবি সংসদের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, অফিসার সমিতিসহ সকল নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলেও জাকসু নির্বাচন নিয়ে প্রশাসন বরাবরই গড়িমসি করে আসছে। মূলত ক্ষমতাসীন ছাত্রসংগঠনের নেতাকর্মীরা তাদের একক আধিপত্য হারানোর ভয় এবং সকল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিতের দোহাই দিয়ে জাকসু দিতে অপারগতা প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা অবিলম্বে জাকসু নির্বাচন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।


এসময় উপস্থিত ছিলেন, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী, সম্পাদক আরিফুল ইসলাম, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সুস্মিতা মরিয়ম, সম্পাদক মাহাথির মোহাম্মদ প্রমুখ।


বিবার্তা/জোবায়ের/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com