শিরোনাম
চলতি সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৫৬
চলতি সপ্তাহেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ ১১ মার্চকে সামনে রেখে চলতি সপ্তাহেই পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মুহম্মদ সামাদ।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, নির্বাচনের সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।


তিনি বলেন, ডাকসু নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। বৈঠকে নির্বাচনের যাবতীয় আইন-কানুন নিয়ে তৈরি করা পুস্তিকাও নির্বাচনী কর্মকর্তাদের দেয়া হয়। এছাড়া বৈঠকে এই সপ্তাহের মধ্যেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সিদ্ধান্ত নেয়া হয়।


নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থাই প্রশাসনের পক্ষ থেকে করা হবে বলে জানান তিনি।


প্রসঙ্গত, তফসিল ঘোষণার আগে হলে ভোট গ্রহণ করা না সহ বেশ কিছু বিষয়ে গঠনতন্ত্র ও নির্বাচনের আচরণবিধি সংশোধনের দাবি জানিয়েছেন বামসংগঠনগুলো। তবে, এখন এটি সম্ভব নয় বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এ বিষয়ে জানতে চাইলে উপ উপাচার্য বলেন, এ মুহূর্তে আচরণবিধি ও গঠনতন্ত্র পরিবর্তনের কোনো সুযোগ নেই।


বিবার্তা/রাসেল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com