শিরোনাম
প্রেম ঘটিত জেরে জবি ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬
প্রেম ঘটিত জেরে জবি ছাত্রলীগের দুগ্রুপের সংঘর্ষ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রেম ঘটিত জেরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিধ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। আহতদের সুমনা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়।


জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে টিএসসিতে প্রেম নিয়ে বিরোধে নৃবিজ্ঞান বিভাগের ১১ তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী আসম আইয়ুব তুহিনের ওপর অর্থনীতি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান মুন, ১৩ ব্যাচের কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থী আব্দুল্লাহ আল রিফাত, তরিকুল ইসলাম রিমন, ৮ম ব্যাচের সাব্বির, ৯ম ব্যাচের লিখন, খালিদ, ইমরান, ১০ ব্যাচের সজল সহ কয়েকজন লোহার রড, র‌্যাঞ্জ দিয়ে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তুহিনকে পুরান ঢাকার সুমনা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এসময় তুহিনের মাথায় ৩০টি সেলাই দেয়া হয়।


জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, মুন ছাত্রলীগের কেউ না। সে বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় তাকে ছয় মাস আগে ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে চলাফেরা করতে নিষেধকরা হয়েছে।


জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেল বলেন, অপরাধ যেই করে থাকুক সে শাস্তি পাবেই ।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড.নূর মোহাম্মদ বলেন, ক্যাম্পাসে তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/আদনান/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com