শিরোনাম
নবীনে মুখর জবি ক্যাম্পাস
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৯, ১৫:২৫
নবীনে মুখর জবি ক্যাম্পাস
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হাজারো স্বপ্ন নিয়ে আসা নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা শিক্ষার্থীরা বুক ভরা আশা নিয়ে ভর্তি হয়েছে পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে। অর্জন করেছে নতুন ঠিকানা।


নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে নতুন পরিবেশে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের নতুন জীবন শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারো ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৩৮টি বিভাগে ভর্তি হয়েছেন প্রায় ৩ হাজার শিক্ষার্থী। শীতকালীন ছুটি শেষেই এখনো পুরোদমে ক্লাস শুরু হয়নি।


সরেজমিনে দেখা যায়, নবীনদের আগমনে এরই মধ্যে ক্যাম্পাস ভরে গেছে। প্রতিদিন মুখরিত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আড্ডার স্থানগুলো। ক্যাম্পাসের চিরছেন টিএসসি, ক্যান্টিন, শান্ত চত্বর, কাঁঠালতলা, শহীদ মিনার, মাশুক চত্বরসহ পুরো ক্যাম্পাস দেখা যায় নতুনদের আনাগোনা। ক্লাস-পরীক্ষার ফাঁকে ফাঁকে প্রবীণ-নবীন শিক্ষার্থীরা এসব স্থানে মনের মাধুরী মিশিয়ে আড্ডা দিতে দেখা যায়।


বিভিন্ন স্থানে চলছে প্রবীণ-নবীন শিক্ষার্থীদের পরিচয় পর্ব। পরিচয় পর্বের সাথে চলছে গল্প, গান। নবীন শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাসে যেন খুঁজে পেয়েছে প্রাণের স্পন্দন।


অর্থনীতি বিভাগের নতুন শিক্ষার্থী মিনা বলেন, নতুন বছরে নতুন ক্যাম্পাস ভালোই লাগছে। নতুন বন্ধুদের সাথে আড্ডা দেয়া, একসাথে ক্লাস করা খুব ইনজয় করছি। এখানে সবাই আন্তরিক। শিক্ষকরা বিভিন্নভাবে আমাদের উৎসাহিত করছেন।


মনোবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী শাকিল বলেন, আমার মনের আশা পূরণ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। কঠোর পরিশ্রমের পারিশ্রমিক পেয়ে খুব ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ ভালোই লাগছে।


বিবার্তা/আদনান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com