শিরোনাম
জাবিতে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষার্থীকে মারধর
প্রকাশ : ১০ জানুয়ারি ২০১৯, ২০:৪৬
জাবিতে ছাত্রী উত্যক্তের প্রতিবাদ করায় চার শিক্ষার্থীকে মারধর
জাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় একছাত্রীসহ চারজনকে মারধর করেছে প্রথম বর্ষের (৪৭তম ব্যাচ) কয়েকজন শিক্ষার্থী।


বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই ছাত্রীসহ তিন ছাত্র গুরুতর আহত হয়েছেন।


এ ঘটনায় বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে।


আহত শিক্ষার্থীরা হলেন- আল আমিন হোসেন, জয় ভূষণ দেবনাথ, আসিফ ইকবাল ও আসমাউল হুসনা। তারা সবাই অর্থনীতি বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।


প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে বটতলার একটি দোকানে কয়েকজন শিক্ষার্থী বসে রাতের খাবার খাচ্ছিলেন। এসময় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সোহান, আকাশ ও তামীম, মার্কেটিং বিভাগের শাওন, প্রত্নতত্ত্ব বিভাগের মাহিদসহ ১০/১২ শিক্ষার্থী ছাত্রীদের উদ্দেশ্যে নানা অশালীন মন্তব্য করতে থাকেন। এতে আল আমিন, জয় ভূষণ, আসিফ বাধা দেন। পরে খাওয়া শেষ করে দোকান থেকে বের হলে ওই ১০/১২ জন শিক্ষার্থী তাদের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।


অভিযুক্ত সোহান বলেন, বটতলায় কি হয়েছে তাই তো জানি না। আমরা তো বুধবার বন্ধুর জন্মদিন পালন করছিলাম।


বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ফিরোজ উল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। শিগগিরই ছাত্র-শৃঙ্খলা বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com