শিরোনাম
জবির ছাত্রী হলের প্রভোস্ট নিয়োগ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:০২
জবির ছাত্রী হলের প্রভোস্ট নিয়োগ
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নির্মাণাধীণ প্রথম ও একমাত্র ছাত্রী হল বেগম ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট হিসেবে রাষ্টবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগমকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


শুক্রবার উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


উপাচার্য জানান, ছাত্রী হলের জন্য নতুন প্রভোস্ট নিয়োগ হয়েছে। ১ জানুয়ারি থেকে প্রভোস্টের অনুষ্ঠানিক কাজ শুরু হবে। আপাতত হল বুঝিয়ে নেয়ার জন্য প্রভোস্ট নিয়োগ দেয়া হয়েছে। পর্যায়ক্রমে সহকারী প্রভোস্ট, হাউজ টিউটর নিয়োগ দেয়া হবে। প্রভোস্ট নিয়ম কানুন তৈরি করা এবং ডাইনিং বিষয়ে সব কাজ আগ থেকেই শুরু করতে হবে। সব কাজ শেষ করে আগামী জুন থেকে ছাত্রীরা হলে উঠতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হলের কাজ ২০১৩ সালে শুরু হয়। ১৬ তলা বিশিষ্ট এই হলে এক হাজার ছাত্রী আবাসনের ব্যবস্থা রয়েছে। ২০১৩ সাল কাজ শুরু হওয়ার পর বেশ কয়েকবার মেয়াদ বৃদ্ধি করে ২০১৯ জুনে বিশ্ববিদ্যালয়কে হল বুঝিয়ে দেয়ার কথা নির্মাণকারী প্রতিষ্ঠানের।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com