শিরোনাম
তারুণ্যের ভোট ভাবনা শীর্ষক সেমিনার
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮
তারুণ্যের ভোট ভাবনা শীর্ষক সেমিনার
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তরুণ ভোটারদের ভোটই এবারের জাতীয় নির্বাচনের ভোট ব্যাংক হিসেবে কাজ করবে। এজন্য তরুণ প্রজন্মকে ভেবে চিন্তে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।


বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর সিরডাপ কার্যালয়ে সবুজ পরিবেশ আন্দোলন সংগঠনের আয়োজনে তারুণ্যের ভোট ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।


তিনি আরো বলেন, তরুণদের ভোট যেন কোনো ভাবেই দেশ বিরোধী শক্তির পক্ষে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে।
অনুষ্ঠানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মাহীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অস্ট্রেলিয়ার কার্টেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আশরাফ দেওয়ান।


তিনি মূল প্রবন্ধে বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ-ই তরুণ। বিজয়ের মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনে ১৮-২৪ বছর বয়েসি ভোটার ২ কোটি ৩১ লাখ। এ বিশাল সংখ্যক তরুণদের মতামত ও ভোটের ক্ষেত্রে প্রার্থী ও দল নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি, সহিংসতা ও জঙ্গিবাদ বাংলাদেশের সমৃদ্ধির পথে যেন অন্তরায় না হয় এজন্য তিনি তরুণদের শা‌ন্তির পক্ষ বেছে নেয়ার আহ্বান জানান।


মূল প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সাংবাদিক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।


বিবার্তা/আদনান/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com