শিরোনাম
চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯
চুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে কনফারেন্স অনুষ্ঠিত
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ‌ববিদ্যালয়ে (চুয়েট) অনুষ্ঠিত হয়ে গেল '৪র্থ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং' (আইসিএসিই-২০১৮)। বুধবার কনফারেন্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান।


বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইতিহাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিশ্বের এ অংশের সিভিল ইঞ্জিনিয়াররা ছিলেন সাধারণ জনগণ, যারা তাদের বসতবাড়ি ও দৈনন্দিন নকশা ও নির্মাণ করেছিল যা শত শত বছর টিকে ছিল।


এ প্রসঙ্গে প্রফেসর মান্নান বর্তমান সময়ের অবকাঠামোসমূহকে পরিবেশবান্ধব, কার্যকরী এবং সাশ্রয়ী হিসেবে গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মইনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল আলম।


জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে আগত বক্তাসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই কর্মশালায় অংশ নিয়েছেন।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com