শিরোনাম
গ্রিন ইউনিভার্সিটিতে ‘কোথায় আমার স্বাধীনতা’ নাটক মঞ্চস্থ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৮, ১৩:৪৫
গ্রিন ইউনিভার্সিটিতে ‘কোথায় আমার স্বাধীনতা’ নাটক মঞ্চস্থ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

স্বাধীনতার পর কয়েক দশক পার করেছে বাংলাদেশ। একাত্তরের উত্তাল যুবকও আজ যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছেছে। হয়ত অনেকে বেঁচেও নেই। যদিও তারা, আমরা স্বাধীন দেশের নাগরিক। সত্যিই কী স্বাধীন? হলে কতটা? বিজয়ের মাসে এমন প্রশ্নের উত্তর খুঁজতেই মঙ্গলবার ‘কোথায় আমার স্বাধীনতা’ শীর্ষক নাটক মঞ্চস্থ করেছে গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেই সঙ্গে রেখেছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।


অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে কথা বলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. শহীদ উল্লাহর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আইন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. পারভেজ আহমেদ আলোচনা করেন।



অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সামদানী ফকির বলেন, তরুণ প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা নিয়ে চিন্তা-ভাবনা করে। যে চেতনার আলোকে দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশের সংবিধান রচিত হয়েছে। এর আলোকেই আগামীতে সুখী-সমৃদ্ধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে উঠবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবদান রাখার আহবান জানান।


পরে বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব ও রিডিং ক্লাবের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটকটি মঞ্চস্থ হয়। নাটকে মারুফ আহমেদ, আল-আরশিয়ান নয়ন, আরাফাত রানাসহ অনেকেই অংশ নেন। এর আগে অনুষ্ঠিত হয় দেশীয় গান ও বর্ণাঢ্য নৃত্যানুষ্ঠান।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com