শিরোনাম
বশেমুরবিপ্রবিতে ‘ক্যারিয়ার প্রসপেক্টাস ফর সোসিওলজি’ বিষয়ক সেমিনার
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৩৯
বশেমুরবিপ্রবিতে ‘ক্যারিয়ার প্রসপেক্টাস ফর সোসিওলজি’ বিষয়ক সেমিনার
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমাজবিজ্ঞান বিতর্ক সোসাইটি সংস্থিত ‘ক্যারিয়ার প্রসপেক্টাস ফর সোসিওলজি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে প্রশাসনিক ভবনের ২১৫ নম্বর কক্ষে সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল আলোচ্য বিষয় ছিল পেশাগত জীবনে সমাজবিজ্ঞানের ভূমিকা।


সেমিনারে উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক শামসুল আরেফিন, আইরিন পারভীন, হুমায়ুন কবীরসহ শিক্ষার্থীবৃন্দ।


সেমিনার বিষয়ক কথা বলেন, সমাজবিজ্ঞান বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী শেখ আজমাইন ঈশা, আরমান হোসাইন জীবন, সবুজ মণ্ডলসহ শিক্ষকবৃন্দ। সমাপনী বক্তব্য দেন প্রভাষক শামসুল আরেফিন।


তিনি বলেন, মানুষের চিন্তাশক্তিই তার পরিবর্তন এনে দেয় এবং ভালো চাকরি পাওয়ার জন্য নিজেকে সেই অনুযায়ী যোগ্য করে তুলতে হবে।


বিবার্তা/সৈকত/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com