শিরোনাম
জাককানইবিতে বঙ্গবন্ধু নীল দলের নিরঙ্কুশ বিজয়
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:৩৫
জাককানইবিতে বঙ্গবন্ধু নীল দলের নিরঙ্কুশ বিজয়
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যকরী পরিষদের ১৬টি পদেই জয় লাভ করেছে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু নীল দল।


এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল আমিন।


বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩য় তলায় দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। গণনার পর বিকালে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. বিজয় ভূষণ দাস।


বিএনপি সমর্থক সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মিজানুর রহমান। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার।


টানা দ্বিতীয় বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ২০১৯ এর নবনির্বচিত সভাপতি শফিকুল ইসলাম বলেন, বিগত সময়ের সাফল্যের ধারা অব্যাহত রেখে শিক্ষক সমিতি নির্বাচনের ইশতেহার পূরণে বর্তমান শিক্ষক সমিতির কমিটি অঙ্গিকারাবদ্ধ থাকবে।


বঙ্গবন্ধু নীল প্যানেল থেকে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন, চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ এমদাদুল রাশেদ সহ-সভাপতি, লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার মুখার্জী, যুগ্ম-সাধারণ সম্পাদক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক সুজন আলী সাংগঠনিক সম্পাদক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মাসুদ চৌধুরী কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।



এ ছাড়া বঙ্গবন্ধু নীল প্যানেল থেকে সদস্য পদে নির্বাচিত হয়েছেন, লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আজিজুর রহমান আবির, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুষার কান্তি সাহা ও রোবাইয়া শাহরিন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক অমিতা দাস ও অধ্যাপক আলভী রিয়াসাত মালিক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক বিজয় কুমার কর্মকার, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের প্রভাষক মাজহারুল হোসেন তোকদার, নৃ-বিজ্ঞান বিভাগের প্রভাষক আসিফ ইকবাল আরিফ, চারুকলা বিভাগের প্রভাষক কল্যানাংশু নাহা, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক রাকিবুল ইসলাম।


বিবার্তা/পাভেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com