শিরোনাম
জাককানইবিতে প্রক্সির অভিযোগে আটক ৩
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ২২:৩৯
জাককানইবিতে প্রক্সির অভিযোগে আটক ৩
জাককানইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ডি ইউনিটের ভর্তির ভাইভায় প্রক্সির অভিযোগে মঙ্গলবার দুইজনকে এবং সোমবার একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


সামাজিক বিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) ভাইভা দেয়ার সময় কাগজপত্রাদির সাথে বক্তব্যের অসামঞ্জস্যতা দেখা দিলে তাদেরকে প্রক্টর অফিসে পাঠানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর অভিযোগের সত্যতা মেলায় প্রক্টরিয়াল বডি তাদের ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।


অভিযুক্তরা হলেন, নরসিংদীর মনোহরদী গ্রামের রেজাউল হক শামিম, পিতার নাম গাজীউর রহমান ; সমাজবিজ্ঞান অনুষদ, (রোল :১৬১৪৮,মেরিট :১১) ভালুকা, নারাঙ্গী বাজারের হাফিজ মোহাম্মদ হিজবুল্লাহ, পিতার নাম ফিরোজ আহমেদ ; এবং ২নং রামবাবু রোড, ময়মনসিংহের মুশফিকুর রহমান, পিতার নাম সামসুল ইসলাম : সমাজবিজ্ঞান অনুষদ (রোল :১৫১৩৭)


এ ব্যাপারে প্রক্টর উজ্জ্বল কুমার প্রধান বলেন, অভিযুক্তদের ত্রিশাল থানায় পাঠানো হয়। সেই সাথে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদে এবং তদন্তে বিশ্ববিদ্যালয়ের ভেতরের বা বাইরের কারোর নাম উঠে আসলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং দ্রুত সময়ের ভেতরে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।


বিবার্তা/পাভেল/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com