শিরোনাম
রাবিতে ২ বিভাগ একত্রীকরণ নিয়ে মুখোমুখি শিক্ষার্থীরা
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:৩১
রাবিতে ২ বিভাগ একত্রীকরণ নিয়ে মুখোমুখি শিক্ষার্থীরা
রাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই বিভাগ একীভূত করণের দাবিতে আমরণ অনশন করেছেন ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগের শিক্ষার্থীরা। অন্যদিকে ওই দাবি যেন পূরণ না করা হয় সেজন্য নতুনভাবে অবস্থান কর্মসূচি শুরু করেছে ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা।


পাল্টাপাল্টি এসব কর্মসূচিতে দুই বিভাগের প্রায় ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দুইবিভাগ একিভূত হবে কি হবে না সে বিষয়ে বুধবার একাডেমিক কাউন্সিলের সভায় সিদ্ধান্ত হবে।


এর আগে দুই বিভাগ একীভূতকরণের দাবিতে সোমবার সকাল থেকে আমরণ অনশনে নেমে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত টানা প্রায় ২৭ ঘণ্টা অনশন শেষে বিভাগের শিক্ষকদের আশ্বাসে অনশন থেকে সরে আসেন। অনশনে অংশ নেওয়া ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন।


এদিকে, এপিইই শিক্ষার্থীদের বিপরীত পাশে বিভাগ একীভূতকরণের বিপক্ষে ক্লাসপরীক্ষা বর্জন করেছে।



প্রো-ভিসি প্রফেসর ড. চৌধুরী মো. জাকারিয়া বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর বাইরে সিদ্ধান্ত নেওয়া সম্ভব না।


এপিইই বিভাগরে চেয়ারম্যান ড. মো. আরিফুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের অনুরোধ করেছি অনশন থেকে সরে আসতে। তারা আমাদের অনুরোধ রেখেছে। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক মিটিংয়ে দুই বিভাগ একীভূতকরণে যুক্তি উপস্থাপন করা হবে।'


বিবার্তা/পাভেল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com