শিরোনাম
ঢাবির ইতিহাসে ১ম নারী সহকারী প্রক্টর নিয়োগ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৮, ০০:৫৬
ঢাবির ইতিহাসে ১ম নারী সহকারী  প্রক্টর নিয়োগ
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাসে প্রথমবারের মতো কোন নারীকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভুক্ত গ্রাফিক ডিজাইন বিভাগের সহকারী অধ্যাপক সীমা ইসলামকে এ পদে নিয়োগ দেন। আর এদিনই তিনি তাঁর কাজে যোগ দেন।


বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম নারী সহকারী প্রক্টর হওয়ার অনুভূতি জানাতে চাইলে সীমা ইসলাম বিবার্তা২৪.নেটকে বলেন, ‌‌‌‌‘আজকে উপাচার্য স্যার আমাকে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। আর আমি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম কোন নারী প্রক্টর। আর এটা আমার কাছে আনন্দের চেয়ে দায়িত্বের বিষয়।’


সীমা বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা অনেক সময় তাদের সমস্যার কথা পুরুষ প্রক্টরদের কাছে বলতে অনীহা প্রকাশ করে। আর একারণে আমাকে নিয়োগ দেয়া হয়েছে। আশা করি, এখন ছাত্রীদের সেই অনীহা আর থাকবে না। তারা অনায়াসেই সবকিছু বলতে পারবেন। আর এ সুযোগ করে দেয়ার জন্য উপাচার্য স্যারকে অসংখ্যা ধন্যবাদ জানাচ্ছি।’


নারী প্রক্টর নিয়োগ দেয়ার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ছাত্রীদের কথা মাথায় রেখে নারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে।’


উল্লেখ্য, ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলেও আজকের পূর্ব পর্যন্ত কোন নারীকে প্রক্টর হিসেবে নিয়োগ দেয়া হয়নি। অবশেষে আজকে সীমা ইসলাম প্রথমবারের মতো সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন।


বিবার্তা/রাসেল/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com