শিরোনাম
এক মাসের জন্য হাবিপ্রবি বন্ধ ঘোষণা
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:৪৭
এক মাসের জন্য হাবিপ্রবি বন্ধ ঘোষণা
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন, প্রতীকী অনশন আর শিক্ষকদের দাবি আদায়ে আন্দোলনে অবশেষে বন্ধ ঘোষণা করা হলো দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক মাসের জন্য সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে।


বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার ড. প্রফেসর শফিউল আলম জানান, ৪ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে আগামী বছরের ৪ জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। মঙ্গলবার দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়।



বিশ্ববিদ্যালয়ে বেতন বৈষম্যের অবসান, ইক্রিমেন্টের সুবিধা বহাল এবং একজন নারী শিক্ষিকাসহ সহকর্মী লাঞ্ছনার ঘটনায় জড়িত রেজিষ্টার, প্রক্টর এবং ছাত্র পরামর্শ ভিভাগের পরিচালককে বহিষ্কারের দাবিতে ১৫ নভেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করে পদোন্নতি পাওয়া ৫৭ জন সহকারি অধ্যাপক পদ মর্যাদার শিক্ষক। প্রশাসনিক ভবনের প্রবেশ পথের সিড়িতে কাফনের সাদা কাপড় মাথায় বেঁধে কর্ম দিবসে অবস্থান নিয়ে প্রতীকি অনশন কর্মসূচি করে তারা।



এছাড়াও ছাত্রীকে যৌন নির্যাতনে জড়িত সহকারি অধ্যাপক ড. রমজান আলী এবং সহকারি অধ্যাপক দীপক কুমারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহনসহ ছয়দফা দাবিতে ৫ নভেম্বর থেকে প্রগতিশীল শিক্ষক ফোরামের ৮২জন সদস্য শিক্ষক প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। এতে সব ক’টি (১০টি) অনুষদে ক্লাশ ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। একাংশ শিক্ষার্থীরাও এ আন্দোলনে অংশ নেয়। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।


বিবার্তা/শাহী/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com