শিরোনাম
বেরোবিতে ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৮, ১৬:১০
বেরোবিতে ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে।


ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের এ ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবার ভর্তি পরীক্ষায় বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ৭০ হাজার ৬৬৭ জন।


বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩১৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা এ আবেদন করেছে।


এবারে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে আবেদনকারীর সংখ্যা এ-ইউনিটে ১৮ হাজার ২৭০ জন, বি-ইউনিটে ১৯ হাজার ৮১১ জন, সি-ইউনিটে ৮ হাজার ১২৩ জন, ডি-ইউনিটে ৮ হাজার ৯০১ জন, ই-ইউনিটে ৬ হাজার ৯৬৬ জন এবং এফ-ইউনিটে ৮ হাজার ৫৯৬ জন।


পরীক্ষার রুটিনসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com