শিরোনাম
বিকেল ৫টায় ঢাবির ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল
প্রকাশ : ১৯ নভেম্বর ২০১৮, ১৫:১০
বিকেল ৫টায় ঢাবির ‘ঘ’ ইউনিটের পুনঃভর্তি পরীক্ষার ফল
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণির পুনঃভর্তি পরীক্ষার ফল সোমবার বিকেল ৫টায় প্রকাশিত হবে।


বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এর আগে শুক্রবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে এ পুনঃভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এই পরীক্ষার বিস্তারিত ফলাফল বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশের পর জানা যাবে।


এছাড়া DU GHA লিখে তারপর পরীক্ষার রোল নম্বর লিখে যে কোনো নম্বর থেকে ১৬৩২১ এ এসএমএস করলে ফল জানা যাবে।


এর আগে ১২ অক্টোবর ঢাবির সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার শুরু হওয়ার আগেই এতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। পরবর্তীতে তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। যার ফলে ভর্তিতে স্বচ্ছতা বজায় রাখতে এই ইউনিটে উত্তীর্ণদের পুনরায় ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।


বিবার্তা/রাসেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com